ডায়মন্ড হারবার পৌরসভা আবারও তৃণমূলের দখলে, খাতা খুলতে পারলনা বিরোধী, সেই জয়ে শহরে আবির খেলায় মেতেছে

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আবারও আস্থা রাখলো ডায়মন্ড হারবার পৌরসভার মানুষ, রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা মতোই প্রায় বিরোধী শুন্য করে আবারও ডায়মন্ড হারবার পৌরসভার দখল নিল তৃণমূল। ডায়মন্ড হারবার পৌরসভার মোট আসন ১৬ টি। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য ১০৮ টি পৌরসভার সাথে ডায়মন্ড হারবার পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়। ভোটের প্রচারে তৃণমূল নেতারা বার বার বলেছিল এবার ডায়মন্ড হারবার বিরোধী শুন্য বোর্ড হবে। বুধবার ভোটের ফলাফলে তারই প্রতিফলন ঘটল, বুধবার ছিল ভোটের ফলাফল ঘোষণার দিন। এদিন সকাল ৭ টা থেকে ডিসিআরসি হিসাবে বেছে নেওয়া ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ I বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা আসতে শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে সেখানে ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক ও এসডিপিও মিতুন কুমার দে ও অন্যান্য আধিকারিক সহ পুলিশ কর্মীরা।সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়। আসনের ফলাফল ঘোষণা শেষ হতেই দেখা যায় ১২ নম্বর আসনে বিদায়ী বোর্ডের চেয়ারম্যান প্রণব দাস ১০৫৬ ভোটে বিজেপির শুকদেব দাস কে হারিয়েছেন। ইহা ছাড়াও ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দিবেন্দু হালদার ১০৪৮ ভোটে, ২নম্বর ওয়ার্ডে মঞ্জু মন্ডল ২৭৫ ভোটে, ৩নম্বর ওয়ার্ডে সুব্রত হালদার ৮২৪ ভোটে। ৪নম্বর ওয়ার্ড তৃণমূলের রাজশ্রী দাস ১২৯১ ভোটে, ৫নম্বর ওয়ার্ডে মৌমিতা দাস ২৩১২ ভোটে, ৬ নম্বর ওয়ার্ডে রূপালী ভট্টাচার্য ৮০২৮ ভোটে I ৭নম্বর ওয়ার্ডে ডা: তমল হালদার ৮৮৮ ভোটে, ৮নম্বর ওয়ার্ডে মৃদুল কুমার হালদার ৮৯৯ ভোটে , ৯নম্বর ওয়ার্ডে স্বপন দাস ১৭১১ভোটে, ১০নম্বর ওয়ার্ডে মীরা হালদার ১৫৯৩ ভোটে, ১১নম্বর ওয়ার্ডে অলোক হালদার ৭১০ভোটে, ১৩নম্বর ওয়ার্ডে অমিত সাহা ১৩৯১ ভোটে, ১৪নম্বর ওয়ার্ডে পূজা সহ ১০২৬ভোটে ,১৫নম্বর ওয়ার্ডে পীযূষ কান্তি বারিক ২২২২ ভোটে,ও ১৬ নম্বর ওয়ার্ডে দেবকী হালদার ১৫২৯ ভোটে জিতেছেন। তৃনমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করায় ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ আবির খেলছেন কোথাও আবার বক্স বাজিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা I

    জেতার পর বিদায়ী বোর্ডের চেয়ারম্যান প্রণব দাস বলেন, এই জয় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয় উন্নয়নের জয়। আগামী দিনে আরও কাজ করতে হবে। এরপর কে চেয়ারম্যান হবে সেটা দলের নেতৃত্ব ঠিক করবেন। বিজেপির পরাজিত প্রার্থীদের পক্ষ থেকে বলেন জনতার এই রায় আমরা মাথা পেতে নিয়েছি। কেন এই ফল হলো তার পর্যালোচনা হবে I