“মেলা থেকে বেলাতটে” গঙ্গাসাগর মেলা ২০২১

“মেলা থেকে বেলাতটে” গঙ্গাসাগর মেলা ২০২১

     

     

    সত্যনারায়ণ সিকদার ও সায়ন চ্যাটার্জী, গঙ্গাসাগর : করোনা আবহের মধ্যে প্রশাসনের সজাগ দৃষ্টি, কোথাও কোনো খামতি রাখেনি | আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ | সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে | এর পরেই বেরিয়ে পড়া ভারতের এক ক্ষুদ্র সংস্করণ দেখতে | যেখানে হাজারে হাজারে মানুষ ঢেউ-এর মতো আছড়ে পড়ছে সাগরের ওই বেলাতটে | কিন্ত বিগত বছরের তুলনায় এবছর পূর্ণাথীর সংখ্যা এখনো তেমন চোখে পরেনি |

    যেমন বিশাল মেলাপ্রাঙ্গণ, তেমনই ব্যাপক তার প্রস্তুতি | পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ দায়িত্ব এবং শয়ে শয়ে স্বেচ্ছাসেবক দিন রাত এক করে খেটে চলেছেন |

    সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে আছেন প্রচুর সাধু, সন্ত | নানা জায়গার মানুষ তাঁদের নিজেদের মতো করে ‘গঙ্গা মাইয়া’-কে শ্রদ্ধা ও পূজা নিবেদন করছেন | তাদের পদ্ধতি প্রকরণ সব আলাদা কিন্তু লক্ষ্য একই | সুদূর হিমবাহ থেকে যে গঙ্গার যাত্রা শুরু, এই সাগরদ্বীপে এসে সে মিশে যাছে অনন্ত সাগরে |

     

    এত দিন সে ছিল আমার ঘরের মেয়ে, মা, আমাদের সবার সুখ-দুঃখের সাথী | তাই আজ তার মহা অনন্তের সাথে মিলন-মুহূর্তে সব্বাই এসেছে তাকে বিদায় জানাতে | আশ্রমে আশ্রমে চলছে পূজা, পাঠ, কীর্তন | বাইরে মাইকে বাজছে একটা অদ্ভুত বাঁশির সুর, সাথে পশ্চিমবঙ্গ সরকারের তথ্যকেন্দ্র থেকে সর্বক্ষণ চলছে বিভিন্ন বিষয় ঘোষণা, সাথে করোনা সচেতনতার সতর্ক বানী |  পড়ন্ত বিকেলের রক্তিম সন্ধ্যায় বিদায় নিছেন সূর্যদেব | চারিদিকে আলোর ছটায় ঝলমলিয়ে উঠেছে, সাগর ভূমি পূর্ণ ভূমি ||