|
---|
মকর সংক্রান্তি উপলক্ষে ইংরেজ বাজারের অতুল মার্কেটে জমে উঠেছে ক্ষীর বাজার
নতুন গতি, মালদা : আগামি বৃহস্পতিবার মকর সংক্রান্তি। পিঠেপুলি খাবার দিন। হাতে মাত্র দু’দিন। তার আগে জমে উঠেছে ক্ষীর বাজার। লকডাউনের সময় ক্ষতির মুখে পড়তে হয়েছিল ব্যবসায়ীদের। এবার খুশি ক্ষীর ব্যবসায়ীরা। জেলার অন্যতম ঐতিহ্য অতুল মার্কেটের ক্ষীর বাজার। ক্ষীরের বাজারে গিয়ে দেখা গেল ২৮০-৩০০ টাকা কিলো করে দাম ক্ষীরের। যেখানে সপ্তাহ খানেক আগেও দাম ছিল ২০০ টাকা কিলো। দু ধরণের ক্ষীর। একটি লালচে, অন্যটি ফ্যাকাসে সাদা ধরণের। ব্যবসায়ীদের মধ্যে কমল ঘোষ, হীরালাল ঘোষ, নিখল ঘোষ, কালা ঘোষরা বলেন, ‘এই ক্ষীর বাজার জেলার অন্যতম ঐতিহ্য বলা যেতে পারে। দুপুর থেকে বসে আমাদের বাজার। চলে রাত ৯টা পর্যন্ত। আমাদের বছরভর ব্যবসা হয়। মিষ্টির দোকানগুলিই আমাদের স্থায়ী খদ্দের। আর উপরি পাওনা মকর সংক্রান্তি। লকডাউনের সময় ক্ষতি স্বীকার করতে হয়েছে আমাদের। এখন মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত সোমবার থেকে বিক্রিবাট্টা জোরদার শুরু হয়েছে।’