|
---|
মহ:নামিজ আক্তার,হরিশ্চন্দ্রপুর,২৬সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের সাথে হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের তুলসীহাটা চক্রের ৩২ নং রাণীটোলা প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহের সহিত উদযাপন করা হল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী।কুড়ি সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে বিদ্যাসাগর সপ্তাহ উদযাপন, তাই রানীটোলা প্রাথমিক বিদ্যালয়ে ২০ তারিখ থেকে শুরু হয়েছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপরে বিভিন্ন ধরনের আলোচনা,তাৎপর্য এবং তার যে বাণী সমাজকে যে বার্তা দিয়ে গিয়েছিলো যেমন বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বাণী কে সামনে রেখে রাণীটোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা এক সপ্তাহব্যাপী তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগর সপ্তাহ উদযাপনে মেতেছে।
বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে বিভিন্ন ধরনের আলোচনা, চিত্রপ্রদর্শনী দেখানো,কবিতা আবৃত্তি, বিদ্যাসাগরের জীবনের আদর্শের উপর শিশুদের নিয়ে নাটক পরিবেশন ও অঙ্কন প্রতিযোগিতার আযোজন করা হয়।
আজকের এই আলোচনা ও চিত্রপ্রদর্শনী সভায় প্রধান শিক্ষক মহ: মুক্তাকিম আলী বিদ্যাসাগরের উপরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ আলোচনা ব্যাখ্যা করেন এবং তার জীবনী ,তার নীতি বিভিন্ন দিক দিয়ে আজকের এই আলোচনা সভায় ব্যক্ত করেন এবং ছাত্র-ছাত্রীদের কে তার পথ অনুসরণ করতে বলেন। স্কুলের ছাত্রছাত্রীরা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ রাখার জন্য তার জীবনী ব্যাখ্যা করেন।
তিনি আরও জানান যে, তাদের এই অনুষ্ঠান আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন দিক দিয়ে আলোচনা প্রদর্শনী ইত্যাদি বিভিন্নভাবে পালিত হবে।