সাক্ষর ভারত কর্মসূচীতে রাজ্যে প্রায় ৫০ লক্ষ নিরক্ষর মানুষকে সাক্ষর করেছে

নিজস্ব প্রতিনিধি : সাক্ষর ভারত কর্মসূচীতে রাজ্যে ৪৯ লক্ষ ৫০ হাজার ৬৬১ জন নিরক্ষর মানুষকে সাক্ষর করা হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এই তথ্য প্রেস বিবৃতিতে জানিয়েছে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ। সাক্ষর ভারত কর্মসূচী ২০০৯ সালের পয়লা অক্টোবর শুরু হয়েছিল। তা শেষ হয়েছে ২০১৯ সালের ৩১ মার্চ।

    এই কর্মসূচীতে রাজ্যের তরফে ২৮ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করা হয়েছিল। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রবীন্দ্র সদনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের তরফে এই দিবস পালিত হয়।