নবগ্রাম ব্লক যুব কংগ্রেস ও নবগ্রাম সোস্যাল মিডিয়া সেলের পক্ষো থেকে পথসভা

 

    নতুন গতিঃ সভার আলোচনার বিষয় :

    (1) “বই পড়া” নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন study group , আলোচনা সভার আয়োজন করা
    (২)মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে একটি বৃহৎ লাইব্রেরি স্থাপন করা
    (3) প্রতিটি স্কুল, মাদ্রাসা , কলেজে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করা এবং “একটি অঞ্চল, একটি পাঠাগার” নিয়মে প্রতিটি অঞ্চলে কমপক্ষে একটি সর্বজনীন পাঠাগারের বন্দোবস্ত করা
    (4) নিয়মিত বক্তৃতা – বিতর্ক – কবিতা পাঠের আসর – আলোচনা সভার আয়োজন করা
    (5) মুর্শিদাবাদ এ সাক্ষরতার হার ১০০%-এ নিয়ে যাওয়া
    (6) নারীশিক্ষার বিশেষ বন্দোবস্ত করা , প্রতিটি অঞ্চলে অন্ততঃপক্ষে দুইটি গার্লস স্কুল এবং প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মেয়েকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়তে পৌঁছনোর বন্দোবস্ত
    (7) আর্থিক কারণে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ , বইপত্রের বন্দোবস্ত
    (8) কারিগরী বিদ্যালয় (vocational training school) বৃদ্ধির চেষ্টা করা
    (9) প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করানোর জন্যে ছাত্রছাত্রীদের বিশেষ ট্রেনিং -এর বন্দোবস্ত
    (10) ছাত্রছাত্রীদের জন্যে নিয়মিত “spoken english” ক্লাশের ব্যবস্থা করা
    (11) কাঠমানি ফেরত নিয়ে মমতার নাটক.
    (12) অবৈধ অস্ত্র মুক্ত বাংলা
    (13) নেশা মুক্ত বাংলা
    (14) জল অপচয় না করা
    (15) বৃক্ষ রোপন করা
    (16) সাবালক না হওয়া পর্যন্ত যেকোনো ছেলে মেয়েদের রাজ্য সরকার যেভাবে জোর করে প্রলোভন দেখিয়ে রাজনীতিতে নিয়ে আসছে তার প্রতিবাদ করা
    (17) ধর্মকে সামনে রেখে রাজনীতি বন্ধ করতে হবে.

    আরও অনেক…….