শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সিপিএম নেতাদের অঙ্গুলিহেলনে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি করে হত্যা করেন অধ্যাপক তুহিন সামন্ত কে।

শ্রীবতি গতিময় পঞ্চায়েত চান্দুলি উচ্চ বিদ্যালয় নির্বাচন চলাকালীন সিপিএম-র সময়সীমাদের নিরাপত্তাবিহিলনে কাটোয়া থানার তৎকালীন ওসি পূজ্যোত্তা সহচরকে তাঁর অবস্থান থেকে নেওয়া হয়েছে!

    রাহুল রায়, নতুন গতি, প্রথম বামমান কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামে অধ্যাপক তুহিন সামন্তের বাড়ি। ২০০৭ সালে ২৫ ফেব্রুয়ারি কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সিপিএম নেতাদের অঙ্গুলিহেলনে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি করে হত্যা করেন অধ্যাপক তুহিন সামন্ত কে। কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তুহিন সামন্ত। ২০০৮ সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উদ্যোগে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যাপক শহীদ তুহিন সামন্ত মৃত্যু দিবস পালন করা হয়।২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার শহীদ অধ্যাপক তুহিন সামন্ত ১৪ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্র‌ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কাটোয়া বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চাণ্ডুলী মোড় থেকে পদযাত্রা করে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন। শহীদ অধ্যাপক তুহিন সামন্তের মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক তুহিন সামন্ত স্ত্রী তথা কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,অধ্যাপক তুহিন সামন্ত পিতা শরদিন্দু সামন্ত, তুহিন সামন্ত পুত্র ত্রিদিব সামন্ত,কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,মণ্ডল আজিজুল,দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মন্ডল,কাটোয়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মন্ডল, শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্দা,ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা পিন্টু মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃনমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস উদ্দীন মল্লিক,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়ের প্রধান সাগর প্রধান সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দগণ। রক্তদান শিবিরে কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীদেরকে মিষ্টি মুখ করানো হয়। কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।