|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : আজ পর্যন্ত বলিউডে অনেক বায়োপিকই হয়েছে। মিলখা সিং থেকে শুরু করে আজহারউদ্দিন, মেরি কম, মহেন্দ্র সিং ধোনি এরকম প্রচুর বায়োপিক বলিউডে এর আগে হয়েছে। তবে এবার বায়োপিক হতে চলেছে প্রিন্স অফ ক্যালকাটাকে নিয়ে। সৌরভ গাঙ্গুলির বায়োপিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে বড়পর্দায়।
তবে এর থেকেও বড় খবর হলো এই বায়োপিক বানাবেন পদ্মশ্রীপ্রাপ্ত পরিচালক করণ জোহার। সুতরাং ওই বায়োপিক বাকি সব বায়োপিকের তুলনায় একদমই আলাদা হতে চলেছে বলে দাবি। এদিন বিসিসিআই এর অফিসে করণেরযাওয়ার ওর থেকেই শুরু হয় জল্পনা। সেই জল্পনায় সিলমোহর দিলেন মহারাজ নিজেই। তিনি সম্মতি ও দিয়েছেন এই বায়োপিকে।
এবার মহরাজের ভূমিকায় কে অভিনয় করবেন? কানাঘুষো শোনা যাচ্ছে মহারাজের ব্যাক্তিগত ইচ্ছে নাকি হৃতিক রোশনই করুক মূল চরিত্র তবে আসলে কে করছেন তার জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।