মোদির ভয় কিসের ! রাজ্যসভার বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হলোনা কাশ্মীরে

নিউজ ডেস্ক : বিশেষ ধারা ৩৭০ বাতিলের পর কাশ্মীরের বর্তমান অবস্থা পরিদর্শনে গিয়ে বাঁধা পেলেন রাজ্যসভার বিরোধী নেতা গোলাম নবী আজাদ। সমগ্র ভারতের থেকে বিচ্ছিন্ন  ‘নিস্তব্ধ’ শ্রীনগরে পৌঁছলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ। কিন্তু বিমানবন্দরেই থেকে বাধা দেওয়া হল তাঁকে।  গুলাম নবি আজ়াদের সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীরও। দেখা করার কথা স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে।

    কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরকে। তিনদিন পরেও এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি জম্মু-কাশ্মীর। দোকানপাট-অফিস-স্কুল-কলেজ বন্ধ। ইন্টারনেট ও টেলিফোন পরিষেবাও কার্যত বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। কেবিল পরিষেবাও বন্ধ রাখা হয়েছে এবং সর্বত্র কারফিউ জারি। উপত্যকার মানুষ ভারতের খবরও পাচ্ছেনা, রাজনৈতিক হালহকিকত ও গতিবিধি কিছুই জানতে পারছে না। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের খবর সেভাবে পাওয়া যাচ্ছে না। উদ্বেগে রয়েছে ভিন রাজ্যে থাকা তাঁদের আত্মীয়রা।

    রাজনৈতিক ভাবে কাশ্মীরের মানুষের খবর পাওয়ার পথও বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। বিভন্ন সূত্রের খবর ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ করে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। কারফিউতে প্রতিবাদে পথে বাহির হওয়ার অর্থই সংঘর্ষ। উপত্যকাতে শান্তি কবে ফিরবে ও স্বাভাবিক হবে এটাই দেখার। রাজনীতিক নেতাদের প্রবেশে বাঁধা, এটা কিসের ইঙ্গিত ?