মণিপুর হিংসা: ইম্ফল ওয়েস্টে বিক্ষোভ, আহত ১৫

দেবজিৎ মুখার্জি: ফের হিংসার চিত্র মণিপুরে। জানা গিয়েছে, গত শনিবার আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে গ্রেপ্তার করা হয় পাঁচ যুবককে। ধৃতদের মুক্তির দাবিতে চার-পাঁচ দিন ধরে বিক্ষোভ চলে। শুক্রবার সকালে ইম্ফলের বিশেষ আদালতে ওই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনকে নিষিদ্ধ ‘পিপলস লিবারেশন আর্মি’র সদস্য হওয়ায় ফের গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী।

     

    এরপরই ইম্ফল ওয়েস্টে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হয় ১৫ জন।