মিউজিক ভিডিও “কুয়াশা” মুক্তি পেয়ে গেলো ইউটুবে যেটি আই আর পি মিউজিক এর প্রথম উপস্থাপনা

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মিউজিক ভিডিও “কুয়াশা” মুক্তি পেয়ে গেলো ইউটুবে যেটি আই আর পি মিউজিক এর প্রথম উপস্থাপনা। আয়োজনে ইননোমানিয়া মোশন পিকচার্স ও হ্যালো কলকাতা। সংগীত পরিচালনা, গীতিকার এবং সংগীত শিল্পী হিসাবে আছেন মৃদুল চক্রবর্তী কে। গীতবাদ্য আয়োজক দীপঙ্কর গোস্বামী। এই মিউজিক ভিডিও তে অভিনয় দেখা গেছে ববি মন্ডল ও আমিও কে। ভিডিও টির পরিচালকা ও চিত্রনাট্যকার জয়শ্রী খাড়া। চিত্র পরিচালক ও কালারিস্ট ছিলেন ঈশান সেনগুপ্ত । এডিট করেছেন চন্দন বাদ্যকার। রূপসজ্জা তনুকা মন্ডল। অনেক ধন্যবাদ শ্রী কেনেথ ভিন্সেন্ট কে।