|
---|
বাবলু হাসান লস্কর : ঘটনাটি ঘটেছে জামালপুরের ন্যাশনাল হাইওয়ে চৌমাথা আঝাপুর এলাকায়। জানা জায় মৃত ব্যক্তির নাম সুপ্রিয় ধর বয়স ৪০ বাড়ি বোলপুর । গাড়িতে ছিলেন আরো একজন তার নাম সুমিত কুমার মাল। দুইজন কলকাতার দিক থেকে বোলপুর ফিরছিলেন। বর্ধমানের দিকে ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে । চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গিয়ে গাড়িটি পাল্টি খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপ্রিয় ধরের । বিকট আওয়াজ পেয়ে এলাকার লোকজন ছুটে এসে পালটি খাওয়া গাড়ি থেকে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। অপরজন সংকরজনক অবস্থায়। ঘটনা স্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ে কর্মরত আধিকারিকেরা।