পূর্ব বর্ধমানের দুটি স্কুলে ইটালির মিসন ক্যালকাটা অনলুসের তরফে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদান

নতুন গতি ডিজিটাল ডেস্ক: ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসন ক্যালকাটা অনলুস এর তরফে পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কাসেমনগর বি.এন.টি.পি গার্লস হাই স্কুল ও কাসেমনগর এন. এ.জে হাই স্কুল কর্তৃপক্ষকে সংস্থার ভারতীয় কর্ণধার রাখি ব্যানার্জি হ্যান্ড ওয়াশিং কিয়স্ক গুলি প্রদান করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই অভিনব হ্যান্ড ওয়াশিং কিয়স্ক গুলি প্রদান করায় স্বভাবতই খুশি স্কুল কর্তৃপক্ষ।

    মিসন ক্যালকাটা অনলুসের ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জি জানান এই করোনা আবহে মুখে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়ার ব্যাপারটি অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ স্বাস্থ্য বিভাগের। এই হান্ড ওয়াশিং কিয়স্ক গুলির মাধ্যমে ব্যবহারকারীরা অতি সহজেই একে অপরের সংস্পর্শ ছাড়াই ভালোভাবে হাত ধুতে পারবে। কাশিমনগর বি.এন.টি.পি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা দত্ত, কাশিমনগর এন.এ.জে. হাইস্কুলের প্রধান শিক্ষক ডা: হরপ্রসাদ বৈরাগ্য ও বৃত্তিমূলক বিভাগের প্রশিক্ষক শেখ হাফিজুল করিম আকবরী এই হ্যান্ডওয়াশ প্রদানের জন্য মিসন ক্যালকাটা অনলুস ও সংস্থার ভারতীয় কর্ণধার রাখি ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন।