এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহরের বেশ কিছু এলাকা

নিজস্ব সংবাদদাতা : এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহরের বেশ কিছু এলাকা। মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার করেছিল আকাশ। বেলা বাড়তেই শুরু হয় মুষলধারে বৃষ্টি মাত্র এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্কস রোড, সুভাষ পল্লী, পাওয়ার হাউস পাড়া, টিকে পাড়া, খাঁ পাড়া, খোশবাগান পাড়া পুকুর সহ শহর বর্ধমানের বিভিন্ন এলাকা। মূলত এই সমস্ত এলাকার একাধিক বাড়িতে জল ঢুকে যায় এদিন। ফলে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের।প্রতি বছরই বর্ষায় এই সমস্ত এলাকায় জল জমে যায়। গৃহস্থের বাড়িতে জল ঢুকে যায়। পৌরসভা পরিষ্কার করেনা এলাকার ড্রেনগুলি। অন্যদিকে নিকাশি ব্যবস্হাও ভালো না বলেই অভিযোগ স্থানীয়দের। ফলে নিকাশি ব্যাবস্হা ঠিক করার দাবি স্থানীয়দের। শুধু এই হাতে গোনা কয়েকটি এলাকা নয়, বৃষ্টির ফলে জলমগ্ন বর্ধমান শহর। তবে এটা কোনও নতুন কিছু নয়, দীর্ঘ বছরের এই যন্ত্রনা আজও বহন করে চলেছে পৌরবাসীরা।স্থানীয় পারভিন সুলতানা, নাজির হুসেন, অভিজিৎ ব্যানার্জীরা বলেন, এই জল জমার সমস্যা আজকের নয়। বহু বছর ধরে বর্ষায় জলে জমে যায় এলাকায়। রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। পৌরসভা ড্রেনগুলি পরিস্কার করে না। ফলে ড্রেন ভরে গিয়ে সেই জল রাস্তায় উঠে আসছে বৃষ্টির জল পড়ে।কাউন্সিলর এসে দেখে যায়, তবে সমস্যা সমাধান করার চেষ্টা করে না। প্রতিশ্রুতি দিয়ে যায় পৌরসভার সদস্যরা। তবে জল জমার দুর্ভোগ পেতে হয় প্রতি বছরই। ফলে এখন এটাই দেখার এবছরও কি এভাবেই ভোগান্তিতে বর্ষা কাটবে বর্ধমান পৌরসভাবাসীর নাকি সমাধান হবে জল জমার সমস্যা।