|
---|
নিজস্ব সংবাদদাতা : বাংলা ক্যালেন্ডারে শুরু হয়েছে আশ্বিন মাস । আশ্বিন মাস মানেই পুজো পুজো গন্ধ। আশ্বিনের প্রথম সপ্তাহে সেই পুজো পুজো গন্ধ আরও বৃদ্ধি পেল কেশপুরে। উৎসব ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আশ্বিন মাসে পুজোর সাজে সেজে ওঠে প্রকৃতি৷ শরতের কাশফুলের সাদা শুভ্রতা আর তার সঙ্গে ঢাকের আওয়াজ মনে করিয়ে দেয় দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তার কথা। শনিবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে।
এদিন কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, কেশপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা তথা পূজা কমিটির সভাপতি সেখ সফেদ আলী, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মহম্মদ রফিক, সমাজসেবী সন্দীপ রায়, কেশপুর ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সারেফুল আলী সহ বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ ও বাসের মালিকগণ উপস্থিত ছিলেন। এদিন পূজা কমিটির সভাপতি শেখ সফেদ আলী বলেন কেশপুর বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেশপুরে আরো ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি মেলবন্ধন করার জন্য কেশপুর বাসস্ট্যান্ডে এবছর প্রথম দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কেশপুরের সমস্ত বাস, লরি ,মারুতি মালিক থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।