কবিগুরু রবি ঠাকুরের মূর্তি উন্মোচন আনন্দপুর হাইস্কুলে

নিজস্ব সংবাদদাতা : “চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির” , বিশ্বকবির প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা, মতাদর্শ ও বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দিতে আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কবিগুরুর মূর্তি উন্মোচিত হল একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও শিক্ষার প্রসার ও আধুনিক শিক্ষার মানোন্নয়নের জন্য কম্পিউটার কক্ষের দ্বারোদ্ঘাটন ও সিসিটিভি ব্যবহারের সূচনা হয়। রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন করলেন গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এই মূর্তিটি প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও জেলার প্রখ্যাত শিশু চিকিৎসক ডা: বিবেকানন্দ দত্ত ।

    সিসিটিভি ব্যবস্থার সমস্ত ব্যয় দান করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক অরবিন্দ বায়েন।উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের বিডিও দীপক ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও শিক্ষক চিত্ত গরাই, জেলা পরিষদের সদস্য শ্যামল আচার্য, পঞ্চায়েত সমিতির সদস্য সমাপ্তি রায়, আনন্দপুর ৯নং অঞ্চলের প্রধান তাপসী মান, সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা সহ ,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিশ্বেশ্বর মন্ডল, পরিচালক সমিতির সভাপতি ও শিক্ষক শোভন কুমার গোস্বামী সহ বিশিষ্ট গুনীজন, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সনাতন পাত্র । ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।