|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। কেশপুরের আমড়াকুচি এলাকায় একসঙ্গে সাতজন ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে। মশাবাহিত এই রোগের সংক্রমণ কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন এলাকায় চলছে সচেতনতার প্রচার।
শুক্রবার কেশপুর ব্লকের আমড়াকুচি অঞ্চলের চড়কাতে হলো ডেঙ্গু নিয়ে সচেতনতা র্যালী। এদিন চড়কা গ্রামে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আইসিডিএস কর্মী, আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ডেঙ্গি সচেতনার রেলি। এছাড়াও স্বচ্ছতায় সেবা বিষয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদিন। উপস্থিত ছিলেন কেশপুর বিডিও দীপক ঘোষ , জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, কেশপুর বি এম ও এইচ শিবনাথ ঘোষ, আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত আধিকারিক সেখ নজরুল ইসলাম, প্রধান মরফিয়া বিবি সহ অন্যান্যরা।