শয্যাশায়ী কবির পাশে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন।

লুতুব আলি, নতুন গতি : শয্যাশায়ী কবির পাশে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। মুর্শিদাবাদের পিয়াঁজ বাড়ি গ্রামের ভূমিপুত্র বিশিষ্ট কবি প্রণবেন্দু বিশ্বাস দুরারোগ্য অসুখে ভুগছেন। তিনি ৭৭ বছরে পা দিলেন। কর্মসূত্রে তিনি হাওড়ার বাগনানে এসে পাকাপাকিভাবে বসবাস করছেন। প্রণবেন্দু বিশ্বাসের অসুস্থ হওয়ার খবর ও তাঁর ৭৭ বছরে পদার্পণ হওয়ার বার্তা পেয়ে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন এর কর্মকর্তারা। এই স্বেচ্ছাসেবী সংস্থার চন্দ্রনাথ বস তাঁর সহযোগীরা প্রণবেন্দু বাবুর বাড়িতে ফুল, মিষ্টির প্যাকেট, বই, চারা গাছ নিয়ে গিয়ে হাজির হন। স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন এর সদস্যরা হাজির হওয়ায় প্রণবেন্দু বাবু ও তাঁর স্ত্রী শিবানী বিশ্বাস অবাক হয়ে যান, বিস্ময় প্রকাশ করেন। কবি যখন সুস্থ ছিলেন তখন তার কদরও ছিল। দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। কবি আক্ষেপের সুরে জানান, তাঁর শরীরের যাবতীয় কষ্ট যেন এক লহমায় সেরে গেল। চন্দ্রনাথ বসু বলেন কবিরা যখন প্লাটফর্মে আসতে পারেন না তখন তাদের আর কেউ কদর করেন না। এই কবি প্রচার না পাওয়ায় অ কবিদের ভিড়ে হারিয়ে গেছেন। এই সমস্ত কবি লেখক শিল্পী সাহিত্যিকদের অনুসন্ধান করে স্বজন তার সঠিক মর্যাদা আসনে বসাতে চায়। তাঁদেরকে মহিমান্বিত করতে চায়। উপস্থিত ছিলেন মুকুল চক্রবর্তী, সুমিতাদেবী, রুচিরা সরকার, রঞ্জনা গুহ, শেখ মনিরুদ্দীন, মধুমিতা ধূত।