|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি নদীয়া: সম্পত্তি বেচা টাকা নিয়ে ষাটোর্ধ্ব অসুস্থ পৌঢ় কে বাড়ি থেকে বের করে দিলো দুই জামাই পাড়া প্রতিবেশীর সহযোগিতায় ক্লাব ঘরে আশ্রয় নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্পত্তি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই জামাই এর বিরুদ্ধে।
অবশেষে ওই বৃদ্ধর ঠাঁই এখন এলাকার একটি ক্লাবের বারান্দায় পরে রয়েছে। পাড়ার সকলে তিন বেলা খেতে দেন তাকে এভাবেই চলছে আজ চার পাঁচ দিন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ।ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকায় ওই এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ইন্দ্রনাথ ঘোষ। তিনি অবিবাহিত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এক সঙ্গেই থাকতেন। তার বেশ কিছু সম্পত্তি ছিল তাকে দেখভালের জন্য সেই সম্পত্তি বিক্রি করে প্রায়৭০লক্ষ টাকা ভাগাভাগি করে নেয় তার জ্যেষ্ঠ ভ্রাতার দুই কন্যার স্বামী অর্থাৎ সম্পর্কে দুই জামাই।ওই টাকা নিয়ে তারপরে তাকে দেখভালের জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। যদিও এ বিষয়ে লিখিত কোনো প্রমাণ নেই ঐ বৃদ্ধের কাছে বেশ কিছুদিন সেখানে রাখার পর টাকা আত্মসাৎ করে তার ওপর শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ