|
---|
নিজ উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ দুবরাজপুরে
সেখ ওলি মহম্মদ : সারা ভারতবর্ষে চলছে এখন লকডাউন। ফলে গৃহবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই লক ডাউন এর জন্য বন্ধ এখন কাজকর্ম। তাই খেটে খাওয়া ও দুঃস্থ মানুষদের কথা ভেবে আজ দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এর বাগদী পাড়া, নামো পাড়া ও বাউরী পাড়ার দুঃস্থ ও গরিব মানুষের হাতে ২ কেজি করে চাল, সোয়াবিন ও নগদ অর্থ তুলে দেন বিশিষ্ট শিক্ষক গোপীনাথ মণ্ডল ও ইসিএল কর্মী দিলীপ ঘোষ। তাঁরা দুইজন নিজের উদ্যোগে আজ ১৫০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হল। পাশাপাশি তাঁরা মুখে মাস্ক ব্যবহার ও করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন! তাঁরা বলেন, এই দুঃর সময়ে গরিব মানুষদের কিছু খাদ্য সামগ্রী দিলাম। যাতে এই সময় তাঁরা দুমুঠো খেতে পান তাই আমাদের এই উদ্যোগ।