|
---|
নিজস্ব সংবাদদাতা : আসানসোল লোকসভা কেন্দ্রের নিমশায় কবি নজরুল সংঘের উদ্যোগে কোভিড – ১৯ এর জন্য লকডাউনে ঘর বন্দী দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। কবি নজরুল সংঘের সম্পাদক বাপ্পা কাজী জানান, দুঃস্থদের মধ্যে চাল ডাল আলু বিলি করা হয়। সংঘের সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী বলেন, শতাধিক মানুষকে সংঘের সদস্যরা নিজেদের উদ্যোগে কিছুটা সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করলেন। বলাবাহুল্য, পৃথিবী জুড়ে কোভিড – ১৯ এর আক্রমণে ঘরবন্দী হয়ে পড়েছেন মানুষ। ভারতবর্ষে তার প্রভাব পড়তে শুরু লকডাউন। যার জেরে রুজি রোজগারের অসুবিধায় পড়েছেন দিন আনে দিন খায় মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। তার সঙ্গে এগিয়ে এসেছে বেসরকারী উদ্যোগও। নিমশার কবি নজরুল সংঘের প্রচেষ্টা তাই প্রশংসার দাবি রাখে।