|
---|
ন্যুনতম ১৫ বছর জম্মু-কাশ্মীরে বসবাস করে থাকেন, তবে তিনি সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যাবেন
নতুন গতি ওয়েব ডেস্ক:
কোনও ব্যক্তি যদি ন্যুনতম ১৫ বছর জম্মু-কাশ্মীরে বসবাস করে থাকেন, তবে তিনি সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যাবেন অর্থাৎ তাকে সেখানকার ডোমিসাইল বলে গণ্য করা হবে৷ বুধবার গেজেটের মাধ্যমে নয়া ডোমিসাইল আইনে এই শর্তই ঘোষণা করল কেন্দ্রের বিজেপি সরকার৷ গত বছরের ৫ আগস্ট কাশ্মীরে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা প্রত্যাহার করে কেন্দ্র৷ তার প্রায় আট মাসের মাথায় এই ডোমিসাইল নীতি নাগরিকত্বের সুবিধাপ্রাপ্তিতে সহজ করে দিল৷ এর ফলে কার্যত সুবিধা পাবে বহিরাগতরা৷ আর বঞ্চনার শিকার হতে পারেন কাশ্মীরিরা, মত বিশেষজ্ঞ মহলের৷ কারণ, মাত্র ১৫ বছরের বসবাসে ডোমিসাইল বলে গণ্য হলে অনেক বহিরাগতই এই সুবিধা পেয়ে যাবে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আইনের সমালোচনা করে বলেছেন, ‘এই নয়া ডোমিসাইল আইন ঘোষণার জন্য এমন একটি সময় বেছে নেওয়া হল যখন সবার নজর কোভিড ১৯-এর দিকে৷ অধিকার রক্ষার যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনওটাই রক্ষা করা হয়নি এই আইনে৷নয়া দিল্লির আশীর্বাদধন্য জম্মুকাশ্মীরের নয়া ‘আপনি’ পার্টিও এর সমালোচনা করত বাধ্য হয়েছে৷ ‘