পুটশুড়ী গ্ৰামে বৃহস্পতিবার মহা সমারোহে পালিত হল গজকালী দেবীর পুজো।

রাহুল রায়,পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের পুটশুড়ী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পুটশুড়ী গ্ৰামে বৃহস্পতিবার মহা সমারোহে পালিত হল গজকালী দেবীর পুজো। গজকালী দেবী পুটশুড়ী গ্ৰামে অধিষ্ঠাত্রী দেবী। বিগত তিনশত বৎসর ধরে মা এখানে পূজিতা হচ্ছেন। গজকালী দেবীর পুজোর ব্যাবস্থা করে গেছেন পুটশুড়ী গ্ৰামের জমিদার বিশ্বরুপ গন ইশ্বর। গ্ৰামবাসীদের কাছ থেকে শোনা যায় পুটশুড়ী গ্ৰামের কালকে দিঘি পুকুরে জল থেকে একটি মূর্তি পায়, সেই মূর্তিটি হল গজকালী দেবী। শুধু শ্রাবণ মাসের গজকালী দেবীর পুজোয় চিনি ভোগ দেওয়া হয়। ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে পুটশুড়ী গ্ৰাম এখন মেতে রয়েছে উৎসবের আমেজে। পুজো উপলক্ষে বহু মানুষের ভির হয়। পুজো উপলক্ষে পুটশুড়ী গ্ৰাম প্রতেক বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজন আসে। প্রবল বৃষ্টি ভাঙ্গাতে পারলোনা ভক্তদের মনের জোর। পুজোয় পশু বলিদান প্রথা চালু রয়েছে। পুজো উপলক্ষে বসে মেলা। পুজো উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মন্তেশ্বর থানার পুলিশ উপস্থিত রয়েছে।