|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার গলসি ১ ব্লকের কৃষ্ণরামপুরে শুরু হল নকআউট ফুটবল প্রতিযোগিতা। জাতির জনক মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম, বিশিষ্ট সমাজসেবী ও জনদরদী নেতা কাঞ্চন কাজী, মা মাটি মানুষ ক্লাবের পৃষ্ঠপোষক সেখ জাকির হোসেন প্রমুখ। একদিকে মহাত্মা গান্ধির প্রতি মানুষের অশেষ শ্রদ্ধা, অন্যদিকে ফুটবল প্রতি বাঙালির গভীর ভালবাসা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণ চঞ্চল। অনুষ্ঠানে বক্তা দের তালিকার আকর্ষণীয় বক্তা, অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন কাজী। জাতির জনককে স্মরণের এই দিনে, দেশের বর্তমান পরিস্থিতিতে সময়ের দাবি হল, ঐক্য মিলন। খেলা বিশেষ করে ফুটবল খেলা সামাজিক স্তরে সেই ঐক্য মিলন গড়ে তুলতে পারে। বাঙালির গর্বের জায়গাটা এখন দখল করে আছে ফুটবল। তাই ফুটবলের মাধ্যমে আমাদের সামাজিক সম্পর্কের ঐক্য মিলন গড়ে তোলা সহজ।তিনি বলেন, কৃষ্ণরামপুরের মা মাটি মানুষ ক্লাব আজ গান্ধিজীর জন্মদিনের শুভক্ষণে সেই কাজটিই শুরু করল। ক্লাবের উদ্যোগকে ধন্যবাদ দেন বিধায়ক অলোক মাজি সহ অন্যান্য বক্তা গণ। পূজার মরসুমে ফুটবল উৎসবে জনপ্লাবন সামলাতে হিমসিম খেয়ে যায় প্রশাসন।