|
---|
সংবাদাতা,–হুগলি জেলার আরামবাগ ব্লকের পীরনগর নাববীয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগ ও ব্যবস্থাপনায় সাড়ম্বরে পালিত হলো মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম দিবস পালন।মাদ্রাসার ৭০০জন ছাত্র ছাত্রী এবং ১৬ জন শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে সভা অনুষ্ঠানটিত হয়।প্রধান শিক্ষক রেজাউল করিম এবং নির্মল মুখার্জি,আবু আশরফ,আজিজুল হক ও শামসের আলম প্রমুখ শিক্ষক শিক্ষিকা গণ ছাড়াও ছাত্র ছাত্রীরাও আলোচনায় অংশ গ্রহণ করেন।