ন্যাশনাল ওরাল হাইজিন ডে উপলক্ষ্যে এক মুখগহ্বরের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো

এমডি সালমান হেলাল  : ন্যাশনাল ওরাল হাইজিন ডে উপলক্ষ্যে এক মুখগহ্বরের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল যেখানে ৫০ জন *বিশেষভাবে সক্ষম শিশুর* মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রত্যেককে ওরাল হাইজিন কিট্স্ দেওয়া হয়।এছাড়াও কুসুমদেবী সুন্দরলাল দুগার জৈন ডেন্টাল কলেজ ও হাসপাতালে মুখগহ্বর স্বাস্থ্য সংক্রান্ত একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হল। আবারও গতকাল সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে একটি মেগা ওরাল হেলথ ক্যাম্প হয়েছিল যেখানে ৪০০ ছাত্রছাত্রীদের মুখগহ্বরের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়া হয়। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক ডক্টর রাজু বিশ্বাস জানান ” ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন একমাত্র সংগঠন যারা ১০ বছর ধরে বিভিন্নভাবে ওরাল হাইজিন ডে পালন করে চলেছে। উল্লেখ্য আজ আমরা মনোবিকাশ কেন্দ্রে প্রায় ৫০ জন বিশেষভাবে সক্ষম শিশুদের ও গতকাল সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীর মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেছি।”