মালদা জেলার প্রয়াত জননেতা তথা সংসদ এ বি এ গনি খান চৌধুরীর জন্মদিন পালন

উজির আলী, নতুন গতি, মালদা: শুক্রবার মালদা জেলার প্রয়াত কেন্দ্রীয় নেতা তথা সাংসদ আবু বরকত গনিখান চৌধুরীর ৯৩ তম জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটিকে পালন করা হয় মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন সকালে মালদা কোতুয়ালি ভবনে প্রয়াত সাংসদ আবু বরকত আতাউর গনিখান চৌধুরীর মাজারে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর ভাই তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী, ভাই হাসেম খান চৌধুরী, মালদা জেলা কংগ্রেস সভাপতি মুস্তাক আলম, বিধায়ক মুস্তাকিম আলম এছাড়াও গনি খান চৌধুরী পরিবারের সঙ্গে জন্ম দিবসে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কাউন্সিলার প্রসেনজিৎ দাস। এরপর মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে শহরের রথবাড়ি এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন সাংসদ সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি প্রয়াত নেতার জন্মদিন উপলক্ষ্যে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গনি খান চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী, মোত্তাকিন আলম, মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলাম, মালদা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষী গুহ সহ জেলা নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো কর্মী। এদিন প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক বিশাল কেকও কাটা হয় অনুষ্ঠান মঞ্চে। সংসদ এই কেক কেটে কর্মীদের মুখে তুলে দেন। কংগ্রেসের পাশাপাশি প্রয়াত কেন্দ্রীয় নেতা তথা সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর ৯৩ তম জন্মদিবস পালন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্বও। এদিন সকালে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের বৃন্দাবনী ময়দানে গণি খানের পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। এরপর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোতুয়ালি ভবনে প্রয়াত নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।