|
---|
নিজস্ব প্রতিবেদক- জাতির জনক মহাত্মা গান্ধীর 150 তম জন্ম দিবস পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে।বর্তমান ভারতবর্ষে আজকে যে রাষ্ট্রিক অশুভ শক্তি পরশুদিন হয়তো তা থাকবে না, সাময়িক অভিপ্রায়গুলি সময়ের স্রোতে লুপ্ত হবে। আজ সেই গান্ধী জয়ন্তীর দিনটিতেই তৃণমূল কংগ্রেসের গড়ে ভাঙ্গন ধরল। তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা গুলো অকপটে স্বীকার করে কংগ্রেসের হাতে হাত মিলালো পাইকরের প্রায় 100 জন তৃণমূল সমর্থক। বীরভূম জেলা কংগ্রেসের মাইনোরিটি সেলের সদস্য আসিফ ইকবাল জানান গান্ধী সর্বদা অহিংসার পথে চলেছেন, দেশবাসীর অন্তরে তিনি সর্বদা বিরাজমান থাকবেন। আজকে গান্ধী জয়ন্তীতে তৃণমূল কংগ্রেসের লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে বহু বন্ধু আজ কংগ্রেসে ফিরে এসেছে। আমরা খুব তাড়াতাড়ি লড়াইয়ে ফিরব।