|
---|
আজহারউদ্দিন : আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস এর পক্ষ হতে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল,আলু,ডাল,সয়াবিন,তেল বিতরণ করা হয়, লকডাউন হওয়ার পর থেকে,। এর পাশাপাশি পুরসভার উদোগে সকলকেই মাস্ক, সানিটাইজারী,ও সাস্থ বিভাগ দপ্তরে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এবং আরামবাগ পুরসভার বিভিন্ন ওযাডে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চেয়ারম্যান স্বপন নন্দী নিজে ও তার সহযোগীরা রান্না করা খাবার বাড়িতে বিলি করেন, বৃদ্ধাশ্রম মানুষের পাশে থেকে এবং শহরের ভবঘুরে মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন, ইতিমধ্যে আরামবাগ শহরকে কডা নিরাপত্তা মধ্যে পুরশুডা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করে চলেছেন, লকডাউন সফল করতে হলে আমাদের সকলকেই মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। খুব প্রয়োজন ছাড়া কোথায় যাবেন না নিজেকে গৃহবন্দি করে রাখুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন এই আবেদন সকলের কাছে জানান আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী । তিনি বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ আরামবাগ শহর জুড়ে করোনা নিয়ে অযথা আতঙ্ক না হ ওযার পরামর্শ দেন, আমরা সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।