|
---|
আজাহারউদ্দিন : লকডাউন হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন খানাকুলের তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।এবার খানাকুলের 1নং ব্লক ঘোষপুরে শিবতলা প্রাঙ্গন সমস্ত পুরোহিত পরিবারের পাশে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল আলু ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলে দেন খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক (রাঙা),ব্লক সভাপতি অভিজিত্ বাগ, ঘোষপুরে গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার, আলী হাসান, গৈতম চক্রবর্তী, পুরোহিত সংগঠনের প্রধান সহ বিশিষ্টজনেরা। তৃণমূল নেতৃত্ব রা বলেন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও লকডাউন সফল করতেহবে আমাদের সকলকেই , কারণ মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে, আমরা সমস্ত মানুষের কাছে সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাবো, সরকার সর্বদা আপনাদের সাথে আছে, স্থানীয় প্রধান হায়দার আলীর এই উদোগকে সকলেই সাধুবাদ জানান। ।এদিন 200জন অসহায় দুঃস্থ পুরোহিতের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করা হয় ।