২০২৪ সালের মধ্যে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা হবে

লুতুব আলি, বর্ধমান : ২০২৪ সালের মধ্যে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা হবে। এ ব্যাপারে জেলা পরিষদ বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে। ৫ জুলাই জেলা পরিষদ ভবনে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির ১৫ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরহিত্য করেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা। এ দিনের বৈঠকে কোভিড বৃদ্ধি পাওয়া য় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়াও অপর যে দিকগুলির উপর গুরুত্ব আরোপ করা হয় সেগুলি হল, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, কোভিড চলাকালীন লকডাউনের সময় কম বয়সের মেয়েদের বিয়ে ও বয়সন্ধিকালীন মাতৃত্ব বৃদ্ধি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান, কেতুগ্রাম ২নং ব্লকের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতে আগামী ১১ জুলাই কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হবে। জেলার ৪৯ টি স্বাস্থ্য কেন্দ্রে ১৭০ টি উপস্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন ব্যবস্থাপনা চলছে। এই দিনের আলোচনা সভায় অন্য বিষয়গুলি নিয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, জেলার প্রত্যেকটি ব্লকে কমিউনিটি টয়লেট ও কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এ ব্যাপারে ব্লক গুলির কাছ থেকে প্রস্তাব ছাড়া হয়েছে। বাগবুল ইসলাম সাহেব আআরও জানান, বাল্যবিবাহ রোধ, বিশ্ব উষ্ণায়ন, জনসংখ্যা বৃদ্ধি, করো না বাড়তে থাকায় জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর থেকে এ ব্যাপারে ৪ টি বড় সেমিনারের আয়োজন করা হবে।জন সচেতনতার জন্য এই সেমিনারের খুব প্রয়োজন হয়ে পড়েছে। ২০২৪ সালের মধ্যে জিলার প্রতিটি বাড়িতে পানীয় জলের পরিষেবা দেয়া হবে। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ কাজল রায় সহ জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক বৃন্দ।