শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগারের সংবর্ধনা অনুষ্ঠান

মোহাম্মদ নাজমুস সাহাদাত :  হুগলি জেলার খানাকুলে দীর্ঘ ২১ বছর ধরে শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগার নামে একটি সেবামূলক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন নাজিমুদ্দিন হাজারি। প্রসঙ্গত, বিগত ২১ বছর ধরে এই পাঠাগার এর ছাত্র ছাত্রীদের পড়াশুনা করতে বিভিন্ন ভাবে সাহায্য করে আসছে। বই খাতা কলম সহ অন্যান্য পাঠ সামগ্রী বিনামূল্যে দুঃস্থ পরিবারের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয় ।  বর্তমানে প্রায় ৭০ জন এরকম পরিবারের ছাত্র ছাত্রীদেরকে পাঠাগার বিনা বেতনের টিউশন দিয়ে থাকে।  এছাড়াও করোনা পরিস্থিতিতে এবং হুগলির খানাকুলের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সময়ে প্রায় দু-হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  আরও জানা যায়, এই পাঠাগার এর উদ্যোগে ২১ বছরে প্রায় ১৫ টি রক্তদান শিবির, ১০ টি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সহ বৃক্ষ রোপন ও অন্যান্য কর্মসূচিও পালন করা হয় ।  এদিন বৃহস্পতিবার হুগলির খানাকুল এর রাধাবল্লভপুর গ্রামের শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগার প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২২ এর কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মোট ২৩ জন ছাত্র ছাত্রী কে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  এছাড়াও ১৯ জন একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী কে টেক্সট বই এবং ৭০ জন ছাত্র ছাত্রীকে খাতা-কলম বিতরণ করা হয়।  পাঠাগারের পক্ষ থেকে একজন প্রতিবন্ধীকে দুটো ক্র্যাচ ও দেওয়া হয়।

    এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি শেখ সইদুল ইসলাম, নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবার, শিক্ষক অমিত কুমার, গৌতম ও লিপিকা মজুমদার এবং এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী অভিভাবক সহ অনেকেই উপস্থিত ছিলেন ।  পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারী জানান, আগামী মাস থেকে একটি স্থায়ী স্বাস্থ্য শিবির করা হবে দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায়।  যেখানে প্রতি মাসের দুটি রবিবার একজন এম ডি ডাক্তারবাবু সামান্য ফি নিয়ে এলাকার মানুষ এর চিকিৎসা করবেন, তার সাথে ওষুধ ও দেওয়া হবে সামান্য মূল্যে।  পাঠাগারের এই সব কাজে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দেন দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট, নাবাবিয়া মিশনের প্রধান গণ, এবং লিপিকা ও গৌতম মজুমদার।  সম্পাদক কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানসূচী শেষ করা হয়।