|
---|
সেখ সামসুদ্দিন : ২৯ জুন রাজ্যে তথা কলকাতায় ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে মেমারি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন, মহিলা সমিতি, সিআইটিইউ সহ চারটি সংগঠনের যৌথ উদ্যোগে মেমারি থানায় ডেপুটেশন দেওয়া হয়। বুধবার বেলা ১১ টা নাগাদ মেমারি চকদিঘি মোড় সিআইটিইউ অফিসের সামনে জমায়েত হয় এই চারটি সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। সেখানে জমায়েত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক সুকান্ত কোঙার।এখানেই সপ্তাহব্যাপি চলছে রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে শ্রমজীবী ক্যানটিন। বক্তব্য শেষে মিছিল করে থানায় এসে থানার গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম চার সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা।সভা চলাকালীন ছয় জনের প্রতিনিধি দল থানার ওসি দেবাশীষ নাগের হাতে ডেপুটেশন কপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা নেতা অনির্বাণ রায় চৌধুরী, তারক মন্ডল, আলপনা গুই, তন্ময় মন্ডল, সাফাত মন্ডল, হাসিবুল মন্ডল প্রমুখ।