ইসলাম সহিঞ্চুতার শিক্ষা দেয়:  পীরজাদা একেএম ফারহাদ

ইসলাম সহিঞ্চুতার শিক্ষা দেয়:  পীরজাদা একেএম ফারহাদ

    নতুন গতি,  বসিরহাট:  দৈর্ঘ দুই বছরের খরা কাটিয়ে এবছর হজ সম্পন্ন হতে চলেছে।  সমগ্ৰ বিশ্ব থেকে দশ লক্ষাধিক মানুষের সমাগমে আরব দেশে হজ্জ পালিত হবে বলে জানা যাচ্ছে।  চলতি বছরে ভারত থেকে দুটো ফেজে হাজীরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে।  উল্লেখ্য ,  বৃহস্পতিবার হজ উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে পাঁচ শতাধিক হাজী সাহেবের উপস্থিতিতে হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হজ্জ কমিটির সেবক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, ডোমা সৌগত মাইতি, হজ কমিটির অন্যতম সদস্য পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি রাকিবুল আজিজ বাখতেয়ারি, হজ অফিসার হাজী আইয়ুব আলী, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদ্যুৎ দাস, প্রধান শিক্ষক নূরুল হক বৈদ্য, প্রশিক্ষক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

    হাজী সাহেবদের উদ্দেশ্যে এ কে এম ফারহাদ জানায়, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ১৭ জুন প্রথম উড়ান হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবাইকে তিনি আশ্বস্ত করে বলেন রাজ্য হজ কমিটি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী সহ দায়িত্বশীল মন্ত্রী ফিরহাদ হাকিম এবং আধিকারিক গোলাম আলী আনসারী , শাকিল আহমেদ, মোহাম্মদ নকির তত্ত্বাবধানে যেভাবে কর্ম ক্রিয়া গুলির প্রতিফলিত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।  পাশাপাশি রাজ্য সরকার যেভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে তা সকল ধর্মের কাছে অত্যন্ত গ্রহণীয়। পবিত্র হাজী সাহেবদের উদ্দেশ্যে তিনি আরো জানান, সরকারিভাবে প্রত্যেকটি পরিষেবা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে দেওয়ার জন্য আধিকারিক এবং খাদেমুল হুজ্জাজরা অত্যন্ত তৎপর যে কোন অসুবিধার সম্মুখীন হলে সরাসরি হজ কমিটির সঙ্গে যোগাযোগ করার তিনি আহ্বান করেন। হজ আধিকারিক আইয়ুব আলী জানায় রাজ্য কমিটি সদা তৎপর হাজী সাহেবদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য।  ডোমা অফিসার সৌগত মাইতি তার বক্তব্যে জেলা প্রশাসনের উদ্যোগে যা যা করণীয় প্রত্যেকটা কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হচ্ছে এবং ভবিষ্যতে হবে বলেও তিনি জানান।