|
---|
মালদা, ১০ ডিসেম্বর: ১০০ দিনের কাজের দাবিতে গাজোল ব্লক অফিসের সামনে ধর্নায় বসলেন শতাধিক মহিলারা। আদিবাসী অধ্যুষিত গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ না পেয়ে এই বিক্ষোভ এবং ডেপুটেশন বলে জানিয়েছেন প্রতিবাদী মহিলারা। শুক্রবার দুপুরে গাজোল ব্লক অফিসের সামনে ১০০ দিনের কাজের দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য মহিলারা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে ১০০ দিনের কাজের ওপর জোর দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। অথচ গাজোল ব্লকে ১০০ দিনের কাজের অন্তর্ভুক্ত শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। যেখানে রাজ্য প্রশাসন বারবার ১০০ দিনের কাজকে আরও বেশি করে করার দাবি জানাচ্ছেন। সেখানে গাজোল ব্লক প্রশাসন উদাসীন মনোভাব দেখাচ্ছে। ১০০ দিনের কাজ পাওয়া এবং সঠিকভাবে জব কার্ড দেওয়ার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি এদিন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারী মহিলারা গাজোল ব্লকের বিডিওর কাছে একটি ডেপুটেশন দেন।
গাজোল ব্লকের বিডিও উষ্ণতা মুক্তান জানিয়েছেন, ডেপুটেশনের বিষয়টি শুনেছি । ১০০ দিনের কাজ এলাকায় সরকারি নিয়ম মেনে করা হচ্ছে। সমস্ত জব কার্ড হোল্ডারদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদিনের দাবি-দাওয়ার বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।