|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- শরৎতের শুরুতে বাংলার আকাশ বাতাস জুড়ে বেজে উঠবে আগমনীর শুর। বাঙালি মেতে উঠবে দুর্গা পূজার আরধোনার জন্য কয়েকমাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেলো। ডায়মন্ড হারবার রেল স্টেশন সংলগ্ন নেতাজী সংঘ ক্লাবের সম্পাদক রজত ঘোড়াই জানান , এবারে দূর্গা পূজো নেতাজী সংঘ ক্লাব ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী পর্দারপন করলো। সরকারি গাইডলাইন মেনে দূর্গা পূজো করা হবে সেই সঙ্গে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবারে পূজোর আয়োজন করা হবে। এবারের পূজোর থিম হলো ত্রিগুনত্মিকা। জন্মাষ্টমীর শুভলগ্নে থিম মিউজিকের উদ্বোধন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পৌরসভার রাজশ্রী দাস, ত্রিগুনত্মিকার শিল্পী পৌলোমী, থিম মিউজিকের সমস্ত কলাকুশলী, থিমের শিল্পী দেবচন্দন ও ক্লাবের সকল কর্মকর্তারা।