শিক্ষা বিষয়ক আলোচনা সভা কাটিয়াহাট মিশনে

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি শিক্ষা বিষয়ক সাভা মাদ্রাসা বিভাগের শিক্ষকের কোরআন তেলওয়াতের মাধ্যমে সূচনা হয়। এদিন মিশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাহজ মোজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। মিশনের গতিবেগকে আরও বাড়াতে কিছু যোগ্য শিক্ষিত ব্যক্তিদের এই মিশনের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। সেদিকে খেয়াল করে মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী আকবর আলী সরদার সাহেব বলেন, আমরা আশা করছি, ইনশাআল্লাহ আর কিছু দিনের মধ্যে সম্পুর্ণ আগের মতো মিশন চালু করতে পারবো এখন করোনা পরিস্থিতিতে আছি। যাইহোক তার আগে মিশনের কলেবর বৃদ্ধি, প্রচার-প্রসার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে, মিশনের চেয়ারম্যান হিসাবে শিক্ষক মাসুদুর রহমান এবং শিক্ষক এবং সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খানকে মিশনের ডাইরেক্টর নিযুক্ত করলাম। এছাড়া শিক্ষক মোঃ মোস্তাকিম মন্ডলকে হিসাব রক্ষক, মোঃ আবু বকর সরদারকে ক্যাশিয়ার পদে অন্তর্ভুক্ত করা হলো। পাশাপাশি মিশনের শিক্ষা সংক্রান্ত বিষয়কে আরো ত্বরান্বিত করতে মিশনের ই শিক্ষক মোঃ কুতুবউদ্দিনকে, সহকারী প্রধান শিক্ষক ও সিরাজুল বিশ্বাসকে কো-অর্ডিনেটর পদে প্রমোশন দেয়া হলো। এছাড়াও রাজ্যের মাননীয় মন্ত্রী,প্রাক্তন সাংসদ, অধ্যক্ষ,অধ্যাপক, বিধায়ক, শিক্ষাবিদদের অনুমতিতে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। হাজি আকবর আলি সাহেব আরো বলেন, আমি চাই আমাদের এই মিশন, রাজ্যের প্রথম সারির মিশন গুলির মধ্যে অন্তর্ভুক্ত হোক তার জন্য যা যা প্রয়োজন তাই তাই করতে আপনারা বদ্ধপরিকর থাকুন। এদিন ডাইরেক্টর পদে জয়েন্ট করে আবু সিদ্দিক খান বলেন, আমি জানি না আমি এই ডাইরেক্টর পদের উপযোগী কি না, তবে হাজি সাহেবের স্বপ্নপূরণে যথেষ্ট আন্তরিকতার সাথে বিনা বেতনে, প্রতিষ্ঠানকে ভালোবেসে এই গুরু দায়িত্ব সামলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী কোয়ালিটি মেইন্টেইন করতে পারলে একদিন এই মিশন মহিরুহে পরিনত হবে।

    চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, আমরা আমাদের অবসর সময়টুকু মিশনের জন্য ব্যয় করবো যাতে মিশনের কলেবর বৃদ্ধি পায়। মিশন আমাদের খবরদারিতে নয়, নজরদারিতে থাকবে। আমরা একে ওপরে সহযোগী হয়ে কাজ করবো।
    এদিন বক্তব্য রাখেন মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হাফেজ তরিকুল ইসলাম, হিসাব রক্ষক মোস্তাকিম মন্ডল, সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, আবুবকর সারদার প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন মিশনের শিক্ষক রাকিব মন্ডল। সভাপতির দোয়ার মাধ্যমে আলোচনা সভার কাজ সমাপ্তি ঘটে।