|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব সহ বাকী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বীরভূমের সাঁইথিয়া, সিউড়ী, মহম্মদবাজার সহ একাধিক থানাতে বিক্ষোভ দেখালো সিপিআইএমের যুব, ছাত্র ফেডারেশন।
এদিন দলীয় পতাকা নিয়ে বাম ছাত্র ও যুব ফেডারেশনের নেতা কর্মীরা আন্দোলনে নামেন। তাদের দাবী কলকাতায় যে ভুয়ো ভ্যাকসিন কান্ড ধরা পড়েছে তাতে দেবাঞ্জন দেব সহ অনান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা নিতে হবে। অন্যদিকে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডওয়াইএ নেতৃত্বের নেতৃত্বের উপর পুলিশের অমানবিক নির্যাতনের বিরুদ্ধেও তারা সোচ্চার হন।