তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামতে শিলিগুড়িতে আসছেন বিমল গুরুঙ্গ

শিলিগুড়ি:শিলিগুড়িতে প্রচারে আসছেন বিমল গুরুঙ্গ।সব কিছু যদি ঠিকমত চলে তবে দলের নির্দেশে আগামী সপ্তাহে শিলিগুড়ির বেশকিছু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন বিমল গুরুঙ্গ।যে যে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাঙ্গালী নন সেই সব ওয়ার্ডে বিমল গুরুঙ্গ প্রচার করবেন বলে খবর পাওয়া গেছে।তবে বিমল গুরুঙ্গ শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে এলে ঠিক কতটা এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাপোর্ট করবেন সেটাও একটা বড় বিষয় তৃণমূলের কাছে।তবে এবিষয়ে পাপিয়া ঘোষ কিংবা গৌতম দেব কেউই কোন রকমের মন্তব্য করতে চান নি।কারন তৃণমূলের কাছে শিলিগুড়ি পুরসভা দখল করাটাই এখন সবচাইতে বড় কাজ হয়ে দাড়িয়েছে।কাজেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রচারে কোনরকমের বিতর্ক চাইছেন না।ফলাফল ভাল রাখতে হবে।আপাতত এটাই মাথায় রেখে এখন চলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

    তবে খবরে প্রকাশ বিমল গুরুঙ্গ নিজে প্রচণ্ডভাবে আগ্রহী শিলিগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারের ব্যাপারে।যেভাবেই হোক শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের জয়ে তার একটা আলাদা অবদান থাকুক আপাতত এটাই চাইছেন বিমল গুরুঙ্গ।যাতে আগামীতে পাহাড়ের যেকোন নির্বাচনে বিমল গুরুঙ্গ এই সমতল থেকে তার পূর্ন সমর্থন পান।যতটুকু খবরে জানা গেছে আগামী সপ্তাহের মাঝামাঝি বিমল গুরুঙ্গ শিলিগুড়িতে আসবেন এবং 5থেকে 6দিন শিলিগুড়িতে থেকে প্রচার করবেন।তবে সবকিছু নির্ভর করবে জেলা সভাপতি পাপিয়া ঘোষের উপরেই,যেহেতু গৌতম দেব নিজে নির্বাচনে দাড়ানোতে ওয়ার্ডে তাকে সময় দিতে হচ্ছে।এখন গুরুঙ্গ কি পদক্ষেপ নেন সেটাই দেখবার।