যাত্রীর টাকা সমেত ব্যাগ খুঁজে ফেরালো কলকাতা পুলিশ

জাহির হোসেন মণ্ডল, নতুন গতি : গতপরশু বিকেল চারটে নাগাদ মালঞ্চ থেকে শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসে উঠেছিলেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ভোজেরহাট এলাকার বাসিন্দা রেহানা বিবি। সঙ্গে ছিল তাঁর দু’বছরের সন্তান, এবং ১৫ হাজার টাকা সমেত একটি ব্যাগ। ভোজেরহাট মোড়ে শিশুকে কোলে নিয়ে বাস থেকে নামতে গিয়ে তাড়াহুড়োয় ব্যাগ বাসে ফেলেই নেমে যান রেহানা। প্রায় সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে আরও একটি বাসে চড়ে আগের বাসটিকে ধাওয়া করার চেষ্টাও করেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।

    বাসন্তী হাইওয়ের ওপর জলপথ মোড়ে ডিউটিতে ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সঙ্গীত চৌধুরী, কনস্টেবল শ্যামাপ্রসাদ নস্কর এবং সিভিক ভলান্টিয়ার রঞ্জিত মণ্ডল। কাঁদতে কাঁদতে তাঁদের কাছে যান রেহানা, জানান নিজের বিপদের কথা। তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা। খবর যায় ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেকটর শৌভিক চক্রবর্তীর কাছে। তাঁর তত্ত্বাবধানে শুরু হয় ওই রুটের সমস্ত বেসরকারি বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে খোঁজ মেলে সঠিক বাসের, যোগাযোগ করা হয় রুট সেক্রেটারি এবং বাস চালকের সঙ্গে। শ্যামবাজার থেকে মালঞ্চ ফেরার পথে বাস থেকে উদ্ধার হয় টাকা সমেত ব্যাগও। বলা বাহুল্য, বহু কষ্টার্জিত টাকা ফেরত পেয়ে অভিভূত রেহানা অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের প্রতি।