ফিরহাদ হাকিম জানিয়েছেন এ বার দুয়ারে দুয়ারে বুস্টার টিকা! পুজোর আগে কলকাতার বাসিন্দাদের করোনার বুস্টার টিকা দিতে চায় কলকাতা পুরসভা

নিজস্ব সংবাদদাতা : এ বার দুয়ারে দুয়ারে বুস্টার টিকা! পুজোর আগে কলকাতার বাসিন্দাদের করোনার বুস্টার টিকা দিতে চায় কলকাতা পুরসভা। শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এক আবেদনে মেয়র বলেন, ‘‘করোনাকে সমূলে হারাতে আমাদের সকলকে বুস্টার টিকা নিতে হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আমরা এই টিকা দিতে পারব। তাই আমি সব কলকাতাবাসীকেই বুস্টার টিকা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’’এর পরেই তিনি বলেন, ‘‘আমরা চাই, পুজোর আগেই কলকাতার বাসিন্দারা বুস্টার টিকা নিন। যাতে কলকাতার পুজোয় করোনা কোনও ভাবে দাপট দেখাতে না পারে।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘কোনও আবাসন বা বাজার কর্তৃপক্ষ যদি বুস্টার টিকার জন্য জায়গা বরাদ্দ করেন, তা হলে কলকাতা পুরসভার তরফে শিবিরের আয়োজন করে সংশ্লিষ্ট আবাসন বা বাজারে গিয়ে বুস্টার টিকা দিয়ে আসা হবে। এ ক্ষেত্রে আবাসন বা বাজার কর্তৃপক্ষকে কোনও খরচ করতে হবে না।’’তবে শিবির আয়োজনের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন মেয়র। তিনি বলেন, ‘‘বাজারের কোনও ঘরে কিংবা আবাসনের কোনও কমিউনিটি হলে এসি ও ইন্টারনেট পরিষেবা থাকলে তবেই এই শিবির করা যাবে।’’ কলকাতায় প্রতিদিন ১৭ থেকে ২০ হাজার মানুষ কলকাতা পুরসভার বিভিন্ন শিবির থেকে বুস্টার টিকা নিচ্ছেন। কলকাতার বাইরে থেকেও যদি কেউ এসে টিকা নিতে চান, তা-ও দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ।পাশাপাশি, আবেদন জানালে বয়স্কদের বাড়ি গিয়েও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।