|
---|
শিলিগুড়ি: গতকাল গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।তাই আজ শিলিগুড়ির টাউন 1,2এবং 3এর পক্ষ থেকে এক প্রতিবাদ এবং মোমবাতি মিছিল বের করা হল।মিছিলটি শুরু হয় ভেনাস মোড় থেকে এবং শেষ হয় এয়ারভিউ মোড়ে।মিছিলের পুরোপুরি ছিলেন শিলিগুড়ির অন্যতম মুখ্য আডমিনিষ্ট্রেটার রঞ্জন সরকার এবং মানিক দে,এছারাও ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কুন্তল রায়।
আজ এই মিছিলেই সাংবাদিকদের কথার উত্তরে রঞ্জন সরকার জানান সাংবাদিকদের যে বিজেপী বুঝতে পেরে গেছে যে এবার আর পুরভোটে তারা আর ফিরে আসবে না,তাই তারা নিজেরা এই নোংরা খেলাতে নেমেছে।যে নোংরামীটা ওরা করছে ত্রিপুরায় তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে ত্রিপুরাতে বিজেপীর পায়ের নীচের মাটি সরে গেছে তাই ওরা ছলে বলে কৌশলে তৃণমূলকে ত্রিপুরা থেকে সরিয়ে ফেলতে চাইছে।আমরা শিলিগুড়ি থেকে এর প্রতিবাদ জানাচ্ছি,এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আগামীদিনেও নামবো আরো বড় আন্দোলনে।এদিন মিছিলের পুরোভাগে ছিলেন তৃণমূলের যুব কর্মীরাও।