|
---|
মুস্তাকিম মণ্ডল,নিয়াখালি : ২১নভেম্বর, হুগলী জেলার ধনিয়াখালি, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়ক কোটা হইতে বিভিন্ন গ্রাম সভার দুঃস্থ ব্যক্তিগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় ৮০ জন দুঃস্থ ব্যক্তিগণের হাতে শীতবস্ত্র তুলে দেন স্থানীয় বিধায়িকা মাননীয়া অসীমা পাত্র মহাশয়া। বিতরণী সভায় উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ মহাশয়, স্থানীয় প্রধান ইলিয়াস মন্ডল মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সইদুল ইসলাম সরকার মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ মহাশয়, ও দলীয় নেতৃবৃন্দ। এহেন শীতের আগমনে শীতবস্ত্র পেয়ে দুঃস্থ ব্যক্তিগণ খুবই আনন্দিত এবং শেষার্ধে সকলেই দলীয় নেতৃত্বের সমাজকল্যাণমূলক এরকম কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।