|
---|
শিলিগুড়ি: আজ শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে শুরু হল “দুয়ারে ভ্যাকসিন”আজ শিলিগুড়ি পুরসভাতে এই প্রকল্পের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দেব,সাথে ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য বোর্ড অফ আডমিনিষ্ট্রেটারেরাও উপস্থিত ছিলেন রঞ্জন সরকার,মানিক দে এবং শ্রাবনী দত্তও।
গৌতম দেব জানান বহু মানুষ এখনো প্রথম ভ্যাকসিন এখনো নিতে পারেন নি,নানান অসুবিধার কারনে তাদের এখনো নিয়ে ওঠা হয় নি,আমরা তাদের কাছেই পৌছাতে চাই,প্রথমে শিলিগুড়ির মধ্যে এই ভ্যাকসিন যারা পান নি তাদের দেওয়া হবে,পরে শিলিগুড়ির বাইরে দেওয়া হবে।আমাদের পক্ষ থেকে এক/দুজন ডাক্তার থাকবেন যারা ভ্যাকসিন দেবার আগে ভ্যাকসিন গ্রহীতার শরীর পরিক্ষা করে নেবেন,কারন শরীরের মধ্যে এমন কিছু রোগ আছে যেটা থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে না,যার মধ্যে অন্যতম প্রধান হল আলার্জী।তাই আমাদের সময় লাগছে ভ্যাকসিনের দেবার ব্যাপারটা সম্পুর্ন করতে।আমরা সবার আগে সেইসব অসহায় মানুষদের পাশে দাড়াতে চাই যারা একা থাকেন এবং তাদের পক্ষে্ প্রথম ভ্যাকসিন নেবার পরে দ্বিতীয় ভ্যাকসিনের তারিখ মনে রাখা,তাই আমাদের এতদিন লেগে গেল দুয়ারে ভ্যাকসিনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌছাতে।আমরা আমাদের গাড়িতে প্রথম এবং দ্বিতীয় দুটো ভ্যাকসিনই দেবার ব্যাবস্থা রাখছি,যারা প্রথম ভ্যাকসিন দেবার পরে দ্বিতীয় ভ্যাকসিন দিতে পারছেন না তাদেরও আমরা ব্যাবস্থা করে দেবো ভ্যাকসিনের জানালেন গৌতম দেব।