|
---|
দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা শাহাজাহান মোল্লার, মহিলাকে গুলি করার, হুমকির ভিডিও ভাইরাল হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ভিডিওটি মিথ্যে।
জানা গিয়েছে, তন্দ্রা দাস নামে ওই মহিলার ভাঙড়ের চন্দনেশ্বরে সাড়ে ১৪ বিঘা জমির উপর ছোটদের একটা স্কুল শাহাজাহান মোল্লার নেতৃত্বে ভেঙে দেওয়া হয়। তন্দ্রা ও তাঁর মা বাধা দিতে গেলে বিষাক্ত স্প্রে করা হয় ও গুলি করে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাদের বক্তব্য, পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও বিজেপি নেতা সুনীপ দাস।