|
---|
সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারি : রেড কাউ ডেয়ারী’র নতুন ইউনিট চালু হল জৌগ্রামে। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের অপর মন্ত্রী বেচারাম মান্না, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, রেড কাউ এর ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ মজুমদার, প্রধান মল্লিকা মন্ডল, উপপ্রধান শাজাহান মন্ডল, আবুইঝাটি ২ পঞ্চায়েতের প্রধান ঝর্না দাস, জামালপুর ১ পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ থেকে এই কারখানায় রেড কাউ সংস্থার দুধ, দই, পনির সহ অন্যান্য জিনিস উৎপাদন করা হবে।