সাহিত্যের বনভোজন গল্পচারিতা পঞ্চম আড্ডা

নিজস্ব সংবাদদাতা : গল্পচারিতার পঞ্চম আড্ডা অনুষ্ঠিত হলো নয়াগ্রাম মহম্মদ সেলিম রেজার বাড়ির ছাদে। পৌষের রোদ গায়ে মেখে বেলা এগারটায় অনুষ্ঠান শুরু হয়। মুর্শিদাবাদ জেলার খুব পরিচিত গল্পকার এস এম নিজামুদ্দিনের আজ জন্মদিন। ৭৭ বর্ষপূর্তি ৭৮ তম জন্মদিন। গোলাপ দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান গল্পচারিতার পক্ষে মহম্মদ সেলিম রেজা। তারপর গল্প পাঠ শুরু হয়। প্রথমেই স্বরচিত ছোট গল্প “থাপ্পড়” পাঠ করেন নতুন গতির সম্পদ অনেক গল্প গ্রন্থের জনক সামশুল হুদা আনার। এরপর “রাখবো কোথায়” স্বরচিত ছোট গল্প পাঠ করেন দোস্ত মহম্মদ, চরৈবেতি সম্পাদক সুসংগঠক বেশ কখানা গ্রন্থের জনক কুদ্দুস আলি তাঁর “আল্লাহ করে তো” অধ্যাপক ড চৈতন্য বিশ্বাস তাঁর “বলাই ডাগা”, গল্প উপহার দেন। চরৈবেতি ট্রাস্টের সভাপতি প্রাক্তন প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ভেটেনারি চিকিৎসক ডা আলি আসগারও থেমে থাকেননি। তিনি গল্পচারিতার আড্ডায় এসে “পেপার ওয়ালা ও আমি” শিরোনামে একটি চমৎকার গল্প উপহার দেন। সঞ্চালক বাংলা বর্ণমালা অনুসারে এবার গল্পকারের নাম ডাকেন।ন অনুসারে নিজামুদ্দিন এস এম নিজামুদ্দিন। তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে” ভারসাম্য “, নাসির ওয়াদেন “নিশুতি নির্জনে”, নিতাই কর্মকারের “দিওয়ানা” সবাইকে তাক লাগিয়ে দেয়। পৌষের মিঠে রোদ এবার কড়া হয়ে উঠেছে। ততক্ষণে ঠোঙায় করে চপ মুড়ি চানাচুর কাঁচালঙ্কা বেগুনি আর দু দুবার চা খাওয়া হয়ে গেছে।

    এবার একটু বিরতি। এবং চমক। ইংরাজি নববর্ষ উদযাপন একটু অন্যরকমভাবে। এই গল্পচারিতার তিন সঙ্গী অমূল্য সম্পদ কুদ্দুস আলি, দোস্ত মহম্মদ এবং সামসুল হুদা আনার। তাঁদের ৪৭ বছরের দীর্ঘ নিরবচ্ছিন্ন বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করতে গল্পচারিতার পক্ষে ড চৈতন্য বিশ্বাস, মহম্মদ সেলিম রেজা এবং মতিয়ার রহমান তাঁদের হাতে গোলাপ কুঁড়ি তুলে দেন। তাঁদের উজ্জ্বল উপস্থিতি গল্পচারিতার মর্যাদা বাড়িয়েছে।

    এরপর অর্পণ পত্রিকার সম্পাদক রাজেন সাহুর “বন্ধন “, তানজিলাল সিদ্দিকীর “বিষ নজর”, আব্দুস সালামের”ভিনজাত “,এম মতিনের “হ্যাপি নিউ ইয়ার”, অভিলাষ রাজবংশীর”মুক্তি “, জসিম আলি কাদরীর”ওদের থামিয়ে দিও না “, সাইফুল ইসলামের” অভিমান” এবং গল্পকার মহম্মদ সেলিম রেজার রম্য গল্প”কুটুম্ব পুরাণ” সবার হৃদয় মন জয় করে নেয়। সবশেষে গল্পচারিতার আড্ডায় অণুগল্প পাঠ করেন “অণুগল্পের যাদুকর” মতিয়ার রহমান। সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে লেখা ” শেষ বেলায়”। প্রতিটি পঠিত গল্প নিয়ে আলোচনা করেন গল্পকার কুদ্দুস আলি, দোস্ত মহম্মদ,ড চৈতন্য বিশ্বাস, নিতাই কর্মকার, আব্দুস সালাম এবং এস এম নিজামুদ্দিন প্রমুখ। গল্প কথা আড্ডা সরস আলোচনা আর খাওয়া দাওয়ায় জমজমাট ইংরেজি নতুন বছরের গল্পচারিতার পঞ্চম আড্ডা। বিশেষতঃ কুদ্দুস আলির সুদক্ষ সুনিপুণ আলোচনা এবং ছোট ছোট গল্প গাঁথা সরস কথাবার্তা ভীষণ ভাবে উপভোগ্য ও প্রাণবন্ত করে তোলে বছরের এই প্রথম দিনের অনুষ্ঠানটিকে। সমগ্র অনুষ্ঠান সুচারু সঞ্চালনায় ছিলেন অণুগল্পকার মতিয়ার রহমান।