প্রয়াত সুব্রত মুখার্জীর স্মরনসভা অনুষ্ঠিত হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে

শিলিগুড়ি: প্রয়াত সুব্রত মুখার্জীর স্মরনসভা আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক বিষাদময় পরিবেশের মধ্যে দিয়ে,মোটামুটি তৃণমূলের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন শিলিগুড়ির সমস্ত স্থানীয় নেতৃত্ব।

    আজ প্রথমে সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির প্রধান প্রশাসক গৌতম দেব,দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং পুরনিগমের সকল আডমিনিষ্ট্রেটারেরা।এই অনুষ্ঠানে সুব্রত মুখার্জীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির সাধারণ নাগরিকেরাও।সুব্রত মুখার্জীর কথা বলতে গিয়ে গৌতম দেব প্রয়াত সুব্রত মুখার্জীর জীবনের বিভিন্ন দিকের কথাও উল্লেখ করেন।উপস্থিত আরেক প্রধান আডমিনিষ্ট্রেটার পাপিয়া ঘোষ এবং রঞ্জন সরকার তারাও সুব্রত মুখার্জীর জীবনের নানান মুল্যবান দিকগুলির কথাও উল্লেখ করেন।প্রত্যেক মানুষকেই চলে যেতে হবে এই কথাগুলি বারবার মনে করিয়ে দিচ্ছিলেন গৌতম দেব রঞ্জন সরকার এবং পাপিয়া ঘোষেদের মুখে।সুব্রত মুখার্জীর জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন শিলিগুড়ি পুরনিগমের অন্যতম মহিলা বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার শ্রাবনী দত্ত।তার একটাই কথা শুধুমাত্র শুনেই সুব্রত মুখার্জীর উপরে শ্রদ্ধা চলে আসে।শিলিগুড়ির সব তৃণমূল কংগ্রেস কর্মীরাও যেন আজ বেশী আবেগপ্রবন হয়ে পড়েছিলেন।মাঝে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই ভাবগম্ভীর অনুষ্ঠানকে অন্যরকম করবার চেষ্টা করা হয়েছিলো বটে কিন্তুু অনুষ্ঠানটি শুরু এবং শেষেও শুধুমাত্র ছিলেন প্রয়াত সুব্রত মুখার্জী।যার স্মৃতির উদ্দেশ্যে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।