|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্যাটেলাইট মারফত দেখা গিয়েছে ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনাবাহিনীর সংখ্যা ক্রমশই বাড়ছে। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেন , কানাডা। ইতিমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে কানাডা থেকে 30 সদস্যের বিশেষ কমান্ডো বাহিনী। ব্রিটেন ইউক্রেনের হাতে তুলে দিয়েছে এন্টি ট্যাংক মিসাইল সহ ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্র। ওয়াশিংটন ও পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের । আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। শুধু তাই নয় রাশিয়াকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ।
গত ডিসেম্বর মাস থেকেই ইউক্রেনের সীমান্তবর্তী এলাকাগুলিতে রাশিয়া তাদের সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করছিল। বর্তমানে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে । তাই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে কানাডা, ব্রিটেন । আমেরিকা ও জানিয়েছে তারা ইউক্রেনের পাশে আছে।