বাংলাদেশে ইসকনের রাধাকান্ত মন্দিরে প্রার্থনার সময় ভাঙচুর

নতুন গতি নিউজ ডেস্ক: হোলির দিন বাংলাদেশে ইসকনের রাধাকান্ত মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

    জানা যায়, সন্ধ্যাবেলায় মন্দিরে প্রার্থনার সময় হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

    স্থানীয় সূত্রের বক্তব্য, য়ে জমির উপর মন্দিরটি অবস্থিত, সেটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। সম্প্রতি আদালতের রায় মামলাকারীর পক্ষে যায়। তার পর থেকে ওই জমির উপর নিজের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এত দিন। কিন্তু বৃহস্পতিবার আচমকাই ঝামেলা বাধে।

    এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতায় ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস ও ভারতীয় হাই কমিশন। বাংলাদেশ সরকার, সে দেশের সংখ্যালঘু গোষ্ঠী এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় হাই কমিশন।